এল পি এল হৃদয়ের বাজিমাত
এলপিএল অভিষেকেই হৃদয়ের বাজিমাত, দলের পক্ষে খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস!
প্রথমবারের মত লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার পর, উদ্বোধনী ম্যাচে একাদশে সুযোগ পেয়েই দারুণ এক ফিফটি উপহার দিয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার পূর্বে ৩৯ বল থেকে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার সাহায্যে খেলেন ৫৪ রানের এক দুর্দান্ত ইনিংস।
হৃদয়ের একক ফিফটির সাহায্যেই বাবরের কলম্বো স্ট্রাইকার্সকে ১৭৪ রানের লক্ষ্য বেঁধে দিল জাফনা কিংস।
#towhidhridoy | #JaffnaKings | #lpl2023 | #khelarpata

Comments
Post a Comment